অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পোয়ের্তো রিকো সফর করছেন


President Donald Trump and Puerto Rico Governor Ricardo Rosselló, center, listen to residents and survey hurricane damage and recovery efforts in a neighborhood in Guaynabo, Puerto Rico, Tuesday, Oct. 3, 2017.
President Donald Trump and Puerto Rico Governor Ricardo Rosselló, center, listen to residents and survey hurricane damage and recovery efforts in a neighborhood in Guaynabo, Puerto Rico, Tuesday, Oct. 3, 2017.

ঘূর্ণীঝড় মারিয়া প্রায় দু সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত দ্বীপ পোয়ের্তো রিকোতে আঘাত হানার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই প্রথম সেখানে গেলেন। তিনি সেখানকার কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন যাদের মধ্যে ছিলেন তাঁর প্রশাসনের কয়েকজন কড়া সমালোচক। ওয়াশিংটন ওই বিপর্যয়ের পর যে ভাবে সাড়া দিয়েছে তারা তারই সমালোচক।

প্রেসিডেন্ট আজ মঙ্গলবার পোয়ের্তো রিকো সফর করেন।

প্রেসিডেন্ট চিকিৎসা ত্রাণ ও উদ্ধার কর্মী যারা লোকজনের প্রাণ বাচানোর চেষ্টা করছেন তাদের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে সেখানে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৬, সেই অনুপাতে ২০০৫ সালে নিউ অর্লিন্সে ঘূর্ণীঝড় কাটরিনায় প্রাণ হারায় ১৮০০বেশী মানুষ।

প্রেসিডেন্ট স্যান হুয়ানের ডেমোক্রাটিক মেয়র কারমেন ইউলিন ক্রুজের সঙ্গে করমর্দন করেন।

মেয়র ক্রুজ আগে প্রশাসনের সমালোচনা করেন এবং বলেন যে উদ্ধার তৎপরতা খুব ধীরে হচ্ছে।

XS
SM
MD
LG