প্রখর গ্রীষ্মের ভ্রুকুটির মধ্যেই চোদ্দোশো বাইশ কে বিদায় জানিয়ে নতুন বঙ্গাব্দ চোদ্দোশো তেইশ কে স্বাগত জানাল আপামর বাঙালী। দাবদাহে কলকাতা সহবিভিন্ন জেলাও কাহিল। তবুও পয়লা বৈশাখে বাঙালী আজ নষ্টালজিক। নতুন পঞ্জিকা ডাইরি ক্যালেন্ডার হালখাতা বাংলানববর্ষের যাবতীয় অনুষঙ্গ নিয়ে চোদ্দোশো তেইশ কে স্বাগত জানাল বাঙালী। নববর্ষে মিষ্টির দোকান গুলিতেও ভীড় জমিয়েছে অনেকেই।সেই সংগে সকাল থেকে দক্ষিন কলকাতার কালীঘাট মন্দির উত্তর শহর তলীর দক্ষিনেশ্বর কালীমন্দির সহ রাজ্যের বিভিন্ন মন্দির বা দেবালয়ে ব্যবসায়ী থেকে বাঙালী নতুন পোষাকে পূজাঅর্চনায় ব্যস্তই ছিলেন। কলকাতার বড় বড় ফুটবল মাঠেও আজ রীতি অনুযায়ী বার পূজোতেও ব্যস্ত ছিল ফুটবল খেলোয়ার থেকে ক্লাব কর্তারা। সেই সংগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বঙ্গীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। কোথাও কোথাও চোখে পড়ে বিভিন্ন শোভাযাত্রাও।
বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।