অ্যাকসেসিবিলিটি লিংক

মাইক পম্পেও আজ সুদান সফর করছেন


ইসরাইলের সঙ্গে আরব দেশগুলির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে, যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, মাইক পম্পেও, মঙ্গলবার সুদান সফর করছেনI সফরে তিনি সুদানের প্রধানমন্ত্রী, আব্দাল্লাহ হামদোক এবং সার্বভৌম কাউন্সিলের প্রধান, জেনারেল আব্দুল ফাতাহ আল বুরহানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

বহুমাস ধরে সুদানে প্রতিবাদ-বিক্ষোভের পর, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা, ক্ষমতাচ্যুত স্বৈর শাসক, ওমর আল বশিরের শাসনের অবসান ঘটে, বর্তমানে যিনি, দারফুরের গণহত্যা এবং যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধী আদালতে বিচারের মুখোমুখিI

সোমবার, ইসরাইল সফরের মাধ্যমে, পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, তাঁর মধ্যে-প্রাচ্য সফর শুরু করেনI

XS
SM
MD
LG