অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে মধ্যস্থতায় সাহায্য করার জন্য কিউবার প্রেসিডেন্ট পোপকে ধন্যবাদ জানান


Pope Francis meets Cuban President Raul Castro during a private audience at the Vatican, May 10, 2015.
Pope Francis meets Cuban President Raul Castro during a private audience at the Vatican, May 10, 2015.

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো রবিবার ভ্যাটিক্যানে যান। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ৫ দশকের উত্তেজনা অবসানের লক্ষ্যে পোপ ফ্রানসিসের প্রচেষ্টার জন্য তাঁকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানানোর জন্য প্রেসিডেন্ট ক্যাস্ট্রো সেখানে যান। যুক্তরাষ্ট্র ও কিউবা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।

কিউবান নেতা, আর্জেনটিনায় জন্মগ্রহণকারী পোপ ফ্রানসিসের সঙ্গে প্রায় এক ঘন্টা সাক্ষাৎ করেন। তারা দুজন তাদের মাতৃভাষা স্পানিশে কথা বলেন।

হাভানা ও ওয়াশিংটনের মধ্যে যে গোপোন আলোচনা হয় তাতে বিশ্বের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের নেতা পোপ ফ্রানসিস মূখ্য ভূমিকা পালন করেন। আলোচনার ফলে ডিসেম্বারে ঘোষণা করা হয় যে দুই দেশ, দুই রাজধানীতে দূতাবাস পুনরায় খোলার পদক্ষেপ নিচ্ছে এবং দু দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ আরও সম্প্রসারিত করা হবে। ভ্যাটিক্যান থেকে বলা হয় ফ্রানসিস, যিনি কিনা প্রথম দক্ষিণ আমেরিকান বংশদ্ভুত পোপ ব্যক্তিগত ভাবে দু পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন।

XS
SM
MD
LG