অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিসের ইরাক সফর, জাতিগোষ্ঠী মৈত্রী বৃদ্ধি করবে 


পোপ ফ্রান্সিস ইরাকের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে এখন এক, নন্দিত ব্যক্তিত্ব I ইরাকের উর শহরে তাঁর আকর্ষণে সমবেত হয়েছিলেন আত্মধর্মীয় জাতিগোষ্ঠীর জনগণ, তাঁর ভাষণ শুনেছেন মনমুগ্ধ হয়েI ইরাকের এই প্রাচীন শহর, উর, বহু শতাব্দী ধরে বিভিন্ন ধর্মের লোকজনদের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছেI সেই বন্ধন নুতন মাত্রা পেলো, পোপের ভালোবাসার বাণী শুনেI খৃস্টান, মুসলমান, ইয়াজিদি ও মান্ডিয়ান ধর্মীয় লোকজনদের সহ-অবস্থানের বাণী শোনালেন পোপ ফ্রান্সিসI

নাজাফে সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা, আয়াতোল্লাহ আলী সিস্তানির সঙ্গে মিলিত হবার পর, দুই নেতা তাদের বিবৃতিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভ্রাত্বিত্ব, ভালোবাসা ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের ওপর বিশেষ জোর দেনI

আরব মাধ্যম জানায়, পোপ ফ্রান্সিস ও ধর্মীয় নেতা আলী সিস্তানি'র এই বৈঠক আয়োজনে বহু মাস সময় লেগেছে; কারণ, আয়াতোল্লাহ সিস্তানি, বিদেশী ধর্মীয় বা রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকার দেন নাI তবে পোপ ফ্রান্সিসের সফরকে যেমনি তিনি স্বাগত জানিয়েছেন, তেমনি আপন করে নিয়েছিলেন বিশ্ব বরেণ্য পোপ ফ্রান্সিসকেI

XS
SM
MD
LG