অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিস, বড় দিনের ভাষণে শান্তির আশীর্বাণী দিলেন


পোপ ফ্রান্সিস , সেইন্ট পিটার্স স্কোয়ারে সমবেত হাজার হাজার লোকের উদ্দেশ্যে আশীর্বাদপুষ্ট বড়দিনের দ্বিতীয় ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি ইসলামিক স্টেট গ্রুপ যে নৃশংসতার সঙ্গে সংখ্যালঘুদের তার নিন্দে জানান। এই আই এস জঙ্গিরা এ বছর সিরিয়া ও ইরাকের এক বিশাল অংশ দখল করে নেয়।

যীশু খ্রীষ্টের এই জন্মদিনে পোপ বর্তমান বিশ্বের চলমান সংঘাত ও সংকটের কথা তুলে ধরেন এবং ইউক্রেন , নাইজেরিয়া ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো জায়গাগুলোতে শান্তির আহ্বান জানান। তিনি গেল সপ্তায় পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর তালিবানের আক্রমণের নিন্দে জানান। তিনি ইবোলার যারা শিকার , বিশেষত লাইবেরিয়া , সিয়েরা লিওন এবং গিনির জনগণ এবং যারা এতে পরিচর্যা করছেন , তাদের সকলকেই তাঁর আশীর্বাদ করেন।

আজই পশ্চিম তীরের বেথলেহেম শহরে খ্রীষ্টানরা Church of the Nativity তে প্রার্থনার জন্য সমবেত হন । তাঁরা মনে করেন সেখানেই যীশু খ্রীষ্টের জন্ম।

জেরুজালেমের শীর্ষ স্থানীয় আর্চবিশপ ফুয়াদ তুয়ায়েল সকালের প্রার্থনায় নের্তৃত্ব দেন । ঐ প্রার্থনায় শত শত লোক যোগ দেন।

বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বড় দিন উদযাপিত হয় ।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

ওদিকে ভারতের অন্যান্য স্থানের মতো কোলকাতাসহ পশ্চিম বঙ্গের সর্বত্র উদযাপিত হয় বড়দিন

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG