অ্যাকসেসিবিলিটি লিংক

পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী গুটেরেস জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত


পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেসকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের আগামি মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

ব্যতিক্রমী ভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য সকলেই ৬৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী , জাতিসংঘের শরনার্থি সাবেক প্রধানকে সমর্থন জানান। এ বছরের শেষ দিকে বান কী মুনের মেয়াদ শেষ হলে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরিকন এই আনুষ্ঠনিক ভোটের ঘোষণা দিয়ে বলেন, “ তিনি হচ্ছেন উঁচু মাপের রাজনীতিক, তিনি ছিলেন তাঁর দেশের প্রধানমন্ত্রী । তিনি সকলের সঙ্গেই কথা বলেন , সকলের কথাই শোনেন।

আগামি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর এই নিযুক্তি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে ।

এর আগে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট গ্রহণের পর এই প্রবীণ রাজনীতিক ও কুটনীতিক তাঁর প্রার্থিতার সমর্থনে ১৩ ভোট পান । কেউই আপত্তি করেনি , এবং দুটি ভোটে কোন মন্তব্য ব্যক্ত করা হয়নি।

নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে জাতিসংঘে রাশিয়ার দূত ভিটালি চুরকিন ঘোষণা করেন , আজ আমাদের সামনে পরিস্কার ভাবে একজন রয়েছেন যাকে বেছে নেয়া হয়েছে এবং তিনি হচ্ছেন অ্যান্টনিও গুটেরেস । অপ্রত্যাশিতভাবেই তাঁর মাইক্রোফোনের কাছে ঐ পরিষদে অন্যান্য দূতরাও ভিড় জমান।

XS
SM
MD
LG