অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্পাত কারখানা নির্মাণের আগেই পস্কো ঘোষণা করল, ওড়িশা ছেড়ে মহারাষ্ট্রে যাওয়ার কথা


দশ বছর আগে, ২০০৫ সালে ওড়িশায় ভারতে বৃহত্তম বিদেশি লগ্নির কথা ঘোষণা করেছিল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ইস্পাত উতপাদন সংস্থা,পস্কো। কথা ছিল, ওই প্রকল্প থেকে বছরে ১২ মিলিয়ন টন ইস্পাত উতপাদিত হবে। কিন্তু কারখানা নির্মাণের আগেই পস্কো বৃহস্পতিবার ঘোষণা করল, তারা আপাতত ওড়িশা ছেড়ে চলে যাচ্ছে মহারাষ্ট্রে।

কেন এই বিদায়? জানা যাচ্ছে, কারণ দুটি। প্রথমত, গোড়া থেকেই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে নানান সমস্যা চলছিল। দশ বছরের চেষ্টায় ২,৭০০ একর জমি অধিগৃহীত হলেও সম্প্রতি নতুন এক সমস্যা দেখা দিয়েছে। ওড়িশা সরকারের প্রতিশ্রুতি ছিল, প্রকল্পের জন্য রাজ্যের খনি থেকে আকরিক লোহা মিলবে বিনা খরচে। কিন্তু, জানুয়ারি মাস থেকে ভারত সরকারের নতুন নিয়ম হয়েছে, নিলাম ছাড়া কোনও আকরিক সামগ্রীই কেউ আহরণ করতে পারবে না। পস্কো মনে করছে, নিলামের মাধ্যমে আকরিক লোহা পেতে গেলে তাদের প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যাবে।

XS
SM
MD
LG