অ্যাকসেসিবিলিটি লিংক

মন্ত্রপাঠ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত হলো পৌষ উৎসব


মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার একশো ছিয়াত্তর তম সাংবাৎসরিক উৎসব উপলক্ষে শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাতিমতলা প্রাঙ্গণ থেকে সংগীত ও মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হল এবারের পৌষ মেলা। আজ বাংলার চোদ্দোশো ছাব্বিশ সালের সাতই পৌষ তারিখে ভারতীয় সময় সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে স্তব গান মন্ত্রপাঠ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত হয় এবারের পৌষ উৎসব।

ছাতিম তলার প্রাঙ্গণে অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশ্বভারতীর উপাচার্য্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, এছাড়াও অংশনেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।ছাতিম তলার উন্মুক্ত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অসংখ্য রবীন্দ্রানুরাগী।মুখরিত হয়ে ওঠে কবিগুরুর সংগীতে ছাতিম তলা প্রাঙ্গন। এবারের পৌষের উৎসব উপলক্ষে পৌষ মেলা অনুষ্ঠিত হবে, আজ থেকে শুরু হয়ে যা চলবে ২৩ শে ডিসেম্বর থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত ,এছাড়াও দুদিন অনুষ্ঠিত হবে ভাঙ্গা মেলা। উৎসব উপলক্ষে মেলা বসেছে শান্তিনিকেতনের ভুবন ডাঙার মাঠে অর্থাৎ সকলের পরিচিত মেলার মাঠে। এবারের মেলাতেও হরেকরকম দোকান বসেছে মেলা মাঠে সেইসাথে ক্রেতা ও বিক্রেতা শীতের রোদ গায়ে মেখে ভিড় জমিয়েছেন মেলা প্রাঙ্গণে । এবারের মেলাতেও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রবীন্দ্রানুরাগী ও দেশের সাধারন মানুষ হাজির হয়েছেন।নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছেন রাজ্য প্রশাসন।

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00


XS
SM
MD
LG