অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প মনোনীত পররাষ্ট্র মন্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া


যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কোন কোন বর্তমান ও সাবেক কর্মকর্তারা এক্সন মোবিলের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলার্সনের প্রশংসা করছেন আবার অন্যরা রাশিয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বন্ধু , টিলার্সন ৪১ বছর ধরে একই তেল কোম্পানিতে কাজ করেছেন। ট্রাম্প মঙ্গলবার বলেন আন্তর্জাতিক কোম্পানি পরিচালনায় টিলার্সনের জ্ঞান , পররাষ্ট্র বিভাগে সফল নের্তৃত্বের জন্য প্রয়োজন।

ট্রাম্পের অন্তবর্তী টিমের প্রকাশিত এক বিববৃতিতে , তিনি বলেন টিলার্সনের ধৈর্য, ব্যাপক অভিজ্ঞতা এবং ভু-রাজনীতির গভীর জ্ঞান , তাঁকে পররাষ্ট্র মন্ত্রী পদে যোগ্য করে তুলেছে। ট্রাম্প আরও বলেন , তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বাড়িয়ে তুলবেন এবং যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের দিকে নজর রাখবেন।

তবে সেনেটে সশস্ত্র বাহিনী কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সেনেটর জন ম্যাকেইন বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক উদ্বেগের বিষয়। অন্য আরেকজন রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও মঙ্গলবার বলেন , যদিও রেক্স টিলার্সন একজন সম্মানিত ব্যবসায়ী তবে তাঁর এই মনোনয়ন সম্পর্কে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এ বছরের গোড়ার দিকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে টিলার্সন স্বীকার করেন যে পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। ২০১৩ সালে পুতিন তাঁকে অর্ডার অফ ফ্রেন্ডশীপ পুরস্কারে ভূষিত করেন। তিনি রুশ কোম্পানিগুলোর সঙ্গে এক্সন-মোবিলের , তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বিষয়ক চুক্তি সম্পাদন করেন ।

XS
SM
MD
LG