আজ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল সময় মোতাবেক রাত ন’টার দিকে শুরূ হবে ফ্লোরিডার বোকা র্যাটনে প্রধান দু’ই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে তৃতিয় ও চূড়ান্ত টেলিভিশন বিতর্ক । বিষয় পররাষ্ট্রনীতি । সি বি এস টেলিভিসনের বব শিফার সঞ্চালকের দায়িত্ব পালন করবেন । প্রেসিডেন্ট ওবামা – গভর্ণর রমনি কি বলবেন – কি প্রশ্ন করবেন , কি নিয়ে বিতর্কে আলোচনা করবেন – এসব নিয়েই আমরা কথা বলি বোকা র্যাটন অঞ্চলেই বসবাসকারী য়ুনিভার্সিটি অফ উইসকানসীনের প্রাক্তন শিক্ষক – রৌয বুশ প্রফেসার ডক্টর যিল্লুর রহমান খানের সঙ্গে ।