অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রীক তৃতীয় বিতর্ক নিয়ে প্রফেসার জিল্লুর রহমানের বিশ্লেষন


আজ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল সময় মোতাবেক রাত ন’টার দিকে শুরূ হবে ফ্লোরিডার বোকা র‌্যাটনে প্রধান দু’ই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে তৃতিয় ও চূড়ান্ত টেলিভিশন বিতর্ক । বিষয় পররাষ্ট্রনীতি । সি বি এস টেলিভিসনের বব শিফার সঞ্চালকের দায়িত্ব পালন করবেন । প্রেসিডেন্ট ওবামা – গভর্ণর রমনি কি বলবেন – কি প্রশ্ন করবেন , কি নিয়ে বিতর্কে আলোচনা করবেন – এসব নিয়েই আমরা কথা বলি বোকা র‌্যাটন অঞ্চলেই বসবাসকারী য়ুনিভার্সিটি অফ উইসকানসীনের প্রাক্তন শিক্ষক – রৌয বুশ প্রফেসার ডক্টর যিল্লুর রহমান খানের সঙ্গে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:06:09 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG