অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবার প্রতিবাদী জনতার প্রতি বাইডেনের সমর্থন 


People clash with plain clothes police during protests against and in support of the government, amidst the coronavirus disease (COVID-19) outbreak, in Havana, Cuba July 11, 2021.
People clash with plain clothes police during protests against and in support of the government, amidst the coronavirus disease (COVID-19) outbreak, in Havana, Cuba July 11, 2021.

কিউবায় বহু দশক পরে, সরকার বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের মাঝে, প্রেসিডেন্ট বাইডেন ক্যারিবীয় দেশটির জনগণের প্রতি সমর্থন ব্যক্ত কোরে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেনI

হোয়াইট হাউজের রোজাভেল্ট রুম থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, কিউবার জনগণ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হতে স্বাধীনতার দাবি তুলেছেনI তিনি বলেন তাঁর কথায়, এ ধরণের প্রতিবাদ-বিক্ষোভ আমি হয়তোবা কখনো দেখি নিI যুক্তরাষ্ট্র, কিউবার জনগণের বিশ্বজনীন অধিকারের দাবিতে এবং জনগণের প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করার প্রয়াস থেকে সরকারকে বিরত রাখার আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে জনগণের পাশে থাকবেI

বাইডেন প্রশাসন, কিউবার দাবি যে এই অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র দায়ী, তা প্রত্যাখ্যান করেছেI পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেন বলেন, " কিউবার বহু ডজন শহর ও বন্দরে যা ঘটছে, তা আমাদের কোন পদক্ষেপের ফলশ্রুতিতে হয়েছে, এমনটি মনে করা কিউবা সরকারের তরফে এক মারাত্মক ভুল হবে"I

কিউবার পররাষ্ট্রমন্ত্রী, ব্রুনো রড্রিগেজ পারিলা, যুক্তরাষ্ট্রের ভাড়া করা জঙ্গিদল এই অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য দায়ী বলে দোষারোপ করার পর, পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেনI

(রয়টার্স)

XS
SM
MD
LG