বাংলাদেশে সাড়ে তিন বছরের ওপর কারাগারে আটক থাকার পর দৈনিক 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।
দৈনিক আমার দেশে ২০১৩ সালে প্রথম দিকে কতিপয় প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল পত্রিকাটির কার্যালয় থেকে তাঁকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনার মামলাসহ ৭০ টির ওপর মামলা রয়েছে। সবকটি মামলায় জামিন শেষে আজ তিনি মুক্তি পেলেন।
গ্রেফতারের পর থেকেই দেশি-বিদেশি মানবাধিকার এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তাঁর মুক্তি দাবি করে আসছিল। ঢাকা থেকে জহুরুল আলম।