ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান বলেছে এক দশকে বিশ্বব্যাপী গনমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়েছে সর্বনিম্ন পর্যায়ে।
গনমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজ বলেছে ১৯৭টি দেশ ও অঞ্চলের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ।
প্রতিষ্ঠানের কর্মকর্তা কারিন কার্লকার ভয়েস অব আমেরিকাকে বলেন ২০১৩ সাল জুড়ে বিশ্বের সর্বত্রই প্রভাবশালী মহল কতৃক গণমাধ্যমকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে।
তিনি বলেন, “আমরা আরো দেখেছি ব্লগার বা তথ্য বিনিময়ের নানা মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর নানা প্রকার নির্যাতন করা হয়েছে”।
রিপোর্টে গনমাধ্যমের স্বাধীনতার বিচারে ইরান ও সিরিয়ার অবস্থান সর্বনিম্নে উল্লেখ করে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে গনমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশী ক্ষুন্ন হয়েছে। এছাড়া, ইউরেশিয়া, রাশিয়া, ইউক্রেন, ল্যাটিন আমেরিকা কিছু অঞ্চলেও খর্ব হযেছে তবে নসাব সাহারান আফ্রিকার অবস্থা অপরিবর্তনীয় উল্লেখ করে পশ্চিম আফ্রিকা ও দক্ষিন আফ্রিকার অবস্থা কিছুটা ভালো বলে প্রশংসা করা হয়েছে।
গনমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউজ বলেছে ১৯৭টি দেশ ও অঞ্চলের মধ্যে উত্তর কোরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ।
প্রতিষ্ঠানের কর্মকর্তা কারিন কার্লকার ভয়েস অব আমেরিকাকে বলেন ২০১৩ সাল জুড়ে বিশ্বের সর্বত্রই প্রভাবশালী মহল কতৃক গণমাধ্যমকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে।
তিনি বলেন, “আমরা আরো দেখেছি ব্লগার বা তথ্য বিনিময়ের নানা মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর নানা প্রকার নির্যাতন করা হয়েছে”।
রিপোর্টে গনমাধ্যমের স্বাধীনতার বিচারে ইরান ও সিরিয়ার অবস্থান সর্বনিম্নে উল্লেখ করে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে গনমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশী ক্ষুন্ন হয়েছে। এছাড়া, ইউরেশিয়া, রাশিয়া, ইউক্রেন, ল্যাটিন আমেরিকা কিছু অঞ্চলেও খর্ব হযেছে তবে নসাব সাহারান আফ্রিকার অবস্থা অপরিবর্তনীয় উল্লেখ করে পশ্চিম আফ্রিকা ও দক্ষিন আফ্রিকার অবস্থা কিছুটা ভালো বলে প্রশংসা করা হয়েছে।