অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান পপ সঙ্গীত শিল্পি প্রিন্স দাতব্য কার্যক্রমে সহায়তা করতেন


আমেরিকান পপ সঙ্গীত শিল্পি প্রিন্সের মৃত্যুর দু সপ্তার পর জানা গেছে গোপনে তার কিছু দাতব্য কার্যক্রমের কথা।

কাবুল ভিত্তিক একটি মানবিক সংগঠন পারসা ভয়েস অফ আমেরকিকে জানিয়েছে যে তিনি আফগানিস্তানের অনাথ ছেলেমেয়ে এবং প্রতিবন্ধীদের জন্য গোপনে হাজার হাজার ডলার পাঠাতেন। তিনি কাবুল ভিত্তিক ঐ সংস্থাকে, আফগান অনাথ বালক এবং বালিকা স্কাউটসদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের লক্ষে সাহায্য করেছেন। পারসা নামের ঐ সংগঠনের নির্বাহী পরিচালক মার্নি গুসতাভসন বলেন,

তিনি তার মন থেকেই দান করেছেন। এটা তার জীবনের এমন একটা অংশ যা তিনি লোকজনকে বলেননি। যদিও এই কর্মসূচীর খরচের তুলনায়, এই অর্থ অত্যন্ত সামান্য কিন্তু তিনি যা দান করেছে, সেটাই উল্লেখযোগ্য।

পারসা বলছে যে এই স্কাউট কর্মসূচীর লক্ষ্য হচ্ছে আফগান ছেলেমেয়েদের ক্ষমতায়ন এবং তাদেরকে উগ্রবাদী গোষ্ঠির প্রলোভন থেকে দূরে রাখা।

XS
SM
MD
LG