অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে আবারও গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু


প্রতিরোধের প্রতীক ৩ আঙ্গুল নিয়ে ব্যাংককে সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিক্ষোভ, ২রা সেপ্টেম্বর, ২০২১, ছবি শাকচাই লালিত, এপি
প্রতিরোধের প্রতীক ৩ আঙ্গুল নিয়ে ব্যাংককে সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিক্ষোভ, ২রা সেপ্টেম্বর, ২০২১, ছবি শাকচাই লালিত, এপি

সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রতিক করোনা ভাইরাস মহামারীর মোকাবিলায় অব্যবস্থাপনার কারণে সৃষ্ট, জনগণের ক্রোধের মাঝে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচা'র সংসদীয় মিত্রদের সহায়তায় তিনি অনাস্থা ভোটে টিকে গেলে , ব্যাংককে গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হয়I আইনপ্রণেতারা ২৬৪ -২০৮ ভোটে প্রায়ুথের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট বাতিল করার পর, শনিবার, ব্যাংককের বাণিজ্যিক শহরে হাজার হাজার প্রতিবাদকারী মিছিলে অংশ নেয়। প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান, প্রায়ুথ ২০১৪ সালের সামরিক অভ্যুথানের পর থেকে ক্ষমতা আঁকড়ে ধরে আছেনI

বিগত ১৫ বছর ধরে, থাইল্যান্ডে বহু সামরিক অভ্যুথান এবং বিশাল আকৃতির প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আর স্বল্পকালীন অসামরিক সরকারও সেখানে আসীন ছিলI প্রায়ুথ নির্বাচিত ইয়াংলুক সিনাওয়াত্রা'র সরকারকে ক্ষমতাচ্যুত করেন এবং সেই থেকে তিনি অসামরিক নেতায় পরিণত হন। তাঁকে পেছন থেকে সহায়তা দেয় সামরিক বাহিনী, সম্পুর্ণ ভাবে নিযুক্ত সেনেট , ধনাঢ্য ব্যবসায়ী মহল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, থাইল্যান্ডের রাজতন্ত্র I প্রতিবাদকারীদের দাবি তিনি ক্রবর্ধমান এক স্বৈরাচারী সরকার পরিচালনা করেছেন, যখন দেশে তাঁর ৭ বছরের শাসনামলে অসমতা বৃদ্ধি পেয়েছে I মূলত তরুণ বিক্ষোভকারিদের মধ্যে ক্রোধ বাড়তে থাকে, যারা, ১৮ মাস ধরে রাজনৈতিক সংস্কার এবং একদা ধরা-ছোঁয়ার বাইরে রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভের পর আবারও, বিশাল আকারে রাত্রিকালীন বিক্ষোভে অংশ নিয়েছেI

৪ঠা সেপ্টেম্বর, শনিবার বিক্ষোভকারীরা দূতাবাসমুখী বিক্ষোভের সময় কাঁটাতার বেষ্টিত শিপিং কনটেইনারের পথ প্রতিবন্ধকতার মুখে পড়েন এবং শত শত পুলিশ তাদেরকে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরিয়ে রাখেI রাত নামার পর, কট্টরপন্থী প্রতিবাদকারীরা পুলিশের লাইন লক্ষ্য করে আগুনের বোমা নিক্ষেপ করেI বাইফার্ন বেনজামা নামের ১৯ বছরের এক প্রতিবাদকারী ভয়েস অফ আমেরিকাকে বলেন, "সংসদের বাইরে বা ভেতরে, সর্বত্রই তারা যে ভাবে ক্ষমতা আঁকড়ে রয়েছে তাতে যা আমরা পারি, তা হলো রাস্তায় বিক্ষোভে নামা"I

২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী প্রায়ুথের বিরুদ্ধে তিনটি অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয় থাইল্যান্ডের সংসদ,যা নিয়ন্ত্রণ করছে তার প্রতিনিধিত্বকারি সামরিক প্রশাসনের মিত্ররাI

XS
SM
MD
LG