অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবায় বিক্ষোভে মৃত ১ জন 


Cuba´s Foreign Minister Bruno Rodriguez speaks during a press conference in Havana, Cuba, Tuesday, July 13, 2021. Rodriguez spoke after a rare outpouring of weekend protests over high prices and food shortages in the island nation where little…
Cuba´s Foreign Minister Bruno Rodriguez speaks during a press conference in Havana, Cuba, Tuesday, July 13, 2021. Rodriguez spoke after a rare outpouring of weekend protests over high prices and food shortages in the island nation where little…

কিউবা সরকার মঙ্গলবার জানায়, সরকার বিরোধী বিক্ষোভে সেখানে ১ জনের মৃত্যু হয়েছে ; তবে অধিকার গ্ৰুপগুলি জানায়, কিউবা কর্তৃপক্ষ ১০০ জনের অধিক প্রতিবাদকারীকে গ্রেফতার করেছেI

সরকারি সূত্রে জানানো হয়, হাভানার উপকণ্ঠে আরোয়ো নারানজোতে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৩৬ বছর বয়সী একজন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছেI

দেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভের পর, হাভানাতে মঙ্গলবার বড় ধরণের পুলিশ উপস্থিতি লক্ষ্য করা যায়I প্রতিবাদকারীরা খাদ্য সঙ্কট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সঙ্কট এবং করোনা সংক্রমণে সরকারের পদক্ষেপের নিন্দা জানিয়ে বিরল বিক্ষোভে অংশ নেনI

কিউবার জাতীয় মাধ্যম মঙ্গলবার জানায়, প্রাক্তন প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো, বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ক্যানেল এবং কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেনI প্রেসিডেন্ট মিগুয়েল ক্যানেল ও অন্যান্য কর্মকর্তারা এই অসন্তোষের জন্য সামাজিক মাধ্যমে কিউবান আমেরিকানদের উস্কানি এবং কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু দশকের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেনI

(এপি)

XS
SM
MD
LG