অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্র নীতিতেও সক্রিয় বাইডেন প্রশাসন 


প্রেসিডেন্ট বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকার বিষয় করোনা মহামারী থেকে পরিত্রান এবং চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনর্বিন্যাস করা হলেও, তাঁর প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সবিশেষ গুরুত্ব আরোপ করেছে, যেমন, বৃহত্তরভাবে নেটোজোট ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বৃদ্ধি ও তাঁর পুনর্বিন্যাস ঘটিয়েI

দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই, প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার কতিপয় ব্যক্তির বিরুদ্ধে, মিয়ানমারের গণতাত্রিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক জেনেরালদের বিরুদ্ধে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল ক্যাশহগ্গির হত্যার দায়ে সৌদি নাগরিকদের বিরুদ্ধে, হংকংয়ের গণতন্ত্রকে অবমাননা এবং উইঘুরস সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কারণে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে এবং দুর্নীতির দায়ে একজন ইসরাইলি ব্যবসায়ীর বিরুদ্ধে নুতন নিষেধাজ্ঞা জারি করেছেI

যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তরের 'ফরেন এসেটস কন্ট্রোল বা OFAC ৩ ডজন ভিন্ন ভিন্ন নিষেধাজ্ঞা কর্মসূচি নিয়ন্ত্রণ করে থাকে, যার বেশি ভাগ কর্মসূচি অপরাধী, সন্ত্রাসী সংগঠন এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত হয়I

তথাকথিত সমন্বিত নিষেধাজ্ঞা যেমন, কিউবা, উত্তর কোরিয়া , ইরান ও সিরিয়ার বিরুদ্ধে ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা, ২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রাইমিয়া কুক্ষিগত করা সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলি সবচাইতে ঘোরতর, যা ঐসব দেশের অর্থনীতিতে সমূহ ক্ষতিসাধনের ক্ষমতা রাখেI এছাড়াও যুক্তরাষ্ট্রের কতিপয় চিহ্নিত নিষেধাজ্ঞা ইউঘুরস মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত দমনের জন্য চীনা কর্মকর্তা এবং রাশিয়ার কতিপয় দুর্নীতিবাজ ব্যক্তিকে সাহায্য করার জন্য রাশিয়ার ব্যাংকগুলির বিরুদ্ধে নেয়া হয়েছেI

XS
SM
MD
LG