অ্যাকসেসিবিলিটি লিংক

পোয়ের্তো রিকোর অর্ধেক বাসিন্দা এখনও খাবার জন্য বিশুদ্ধ পানি পাচ্ছে না


Local residents fill up cans with water in Bayamon following damages caused by Hurricane Maria in Carolina, Puerto Rico, Sept. 30, 2017.
Local residents fill up cans with water in Bayamon following damages caused by Hurricane Maria in Carolina, Puerto Rico, Sept. 30, 2017.

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর থেকে বলা হযেছে পোয়ের্তো রিকোতে ঘুর্ণীঝড় মারিয়া আঘাত হানার প্রায় দেড় সপ্তাহ পর, ওই দ্বীপের ৩৪ লক্ষ বাসিন্দার প্রায় অর্ধেক এখনও খাবার জন্য বিশুদ্ধ পানি পাচ্ছে না এবং ৯৫ শতাংশ বাসিন্দার বাড়িতে কোন বিদ্যুৎ সরবরাহ নেই।

পোয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেয়ো শনিবার বলেন ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন দ্বীপটির ৬০টি হাসপাতালের ৫১টি এখনখোলা এবং বিমান বন্দর ও নৌবন্দর গুলোতে সরবরাা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন টেলিফোন লাইন শতাংশ কাজ করছে তবে টেলিকমিউনিকশন ৩৩ শতাংশ কাজ করছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন সামনের দিনগুলোতে সেখানকার অবস্থা আরও খারাপ হতে পারে। খাদ্য ও আশ্রয়স্থল ছাড়াও কর্তৃপক্ষকে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঠিক করতে হবে।

XS
SM
MD
LG