পশ্চিমবঙ্গে কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়েছে। রীতি মেনে চলছে দেবীর আরাধনা। কোথাও প্রসাদ ফল। কোথাও আবার দেবীর জন্য বিশেষ খিচুড়ি ভোগ।
সকাল থেকে আপামর হিন্দু বাঙালীর ঘরে ঘরে পুজোর কাজ শুরু। কথায় বলে কোজাগরি শব্দের আক্ষরিক অর্থ হল কেজাগোরে? অর্থাৎ কে জেগে আছে? রাত জেগে দেবীর আরাধনা করাই এই পুজোর রীতি।
কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন। রাত পর্যন্ত দেবী লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। আবার কোথাও কোথাও আজ কোজাগরী পূর্ণিমার রাতেও চলছে আতসবাজির হাজী পোড়ানোর খেলাও। এক কথায় ধন ও ঐশ্বর্য্যের দেবী'কে আরাধনায় ব্যস্ত গোটা বাংলা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।