অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়


An artisan paints an idol of Hindu goddess Durga at a workshop in old Dhaka, Oct. 7, 2013.
An artisan paints an idol of Hindu goddess Durga at a workshop in old Dhaka, Oct. 7, 2013.

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

সকালে শুভ বিজয়া দশমী তিথিতে বিহিত পূজা আর সিঁদুর উৎসবে মধ্য দিয়েদেশেরে বিভিন্ন স্থানে স্থাপিত ২৯ হাজার ৩৯৫ টি পূজা মণ্ডপে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরাদেবী দুর্গাকে বিদায় জানান।

দুপুরের পর থেকে রাজধানী ঢাকা সহ সমগ্র দেশে নদনদী এবং জলাশয়ে শুরু হয় প্রতিমা বিসর্জন। পূজারিদের মতে, এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরবেন দুর্গতিনাশিনীদুর্গা।

এবার ঢাকায় ২২৯ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।অন্যান্যবারের মত এবারও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশের সবচেয়ে বড় শারদীয় দুর্গাৎসবের আয়োজন করা হয়। বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারি ছুটির দিন। এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সনাতন ধর্মাবলম্বীদের সাথে বঙ্গভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG