অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিষযে আমেরিকান প্রস্তাবকে সমর্থন করেন পুটিন


Russian President Vladimir Putin speaks at a meeting with chief executives of international companies at the St. Petersburg International Economic Forum in St. Petersburg, June 17, 2016.
Russian President Vladimir Putin speaks at a meeting with chief executives of international companies at the St. Petersburg International Economic Forum in St. Petersburg, June 17, 2016.

রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন বলেছেন সিরিয়ার সরকারে বিরোধীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে আমেরিকার প্রস্তাবের সঙ্গে তিনি একমত। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এখনই ক্ষমতা ছেড়ে দিতে হবে সেই প্রস্তাবের সঙ্গে তিনি পুরোপুরি দ্বিমত পোষন করেন।

সিএনএন এর ফারিদ জাকারিয়ার সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে পুটিন বলেন সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে, নতুন সংবিধান এবং তার ভিত্তিতে নতুন নির্বাচন করতে হবে সরকারের সব পর্যায়ে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ওই সাক্ষাৎকার নেওয়া হয।

পুটিন যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন কিন্তু বলেন বর্তমানের বাস্তবতার ভিত্তিতেই সমাধানে আসতে হবে।

XS
SM
MD
LG