অ্যাকসেসিবিলিটি লিংক

পুতিন অন্যান্য দেশকে সীমারেখা অতিক্রম না করার ব্যাপারে হুঁশিয়ার করেছেন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন রকম উস্কানি কিংবা তাঁর দেশের শক্তি পরীক্ষার বিষয়ে বিদেশি প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বলছেন রাশিয়ার প্রতিক্রিয়াও হবে অনুরূপ, দ্রুত এবং কঠোর। আজ রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে শীর্ষ কর্মকর্তা এবং রুশ সংসদের উভয় কক্ষে দেয়া তার ভাষণে তিনি এই মন্তব্য করেন। পুতিন অবশ্য এ কথাও বলেন যে রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। কৌশলগত অস্ত্র এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা বিষয়ে আলোচনার জন্য তিনি বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন রকম উস্কানি কিংবা তাঁর দেশের শক্তি পরীক্ষার বিষয়ে বিদেশি প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বলছেন রাশিয়ার প্রতিক্রিয়াও হবে অনুরূপ, দ্রুত এবং কঠোর। আজ রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে শীর্ষ কর্মকর্তা এবং রুশ সংসদের উভয় কক্ষে দেয়া তার ভাষণে তিনি এই মন্তব্য করেন। পুতিন অবশ্য এ কথাও বলেন যে রাশিয়া অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে। কৌশলগত অস্ত্র এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা বিষয়ে আলোচনার জন্য তিনি বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানান।

পুতিন অবশ্য এ রকম কথাও বলেন যে কোন কোন দেশে যে কোন বিষয়ের জন্য রাশিয়াকে দোষারোপ করা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তিনি বলেন রাশিয়া সংযত রয়েছে এবং দেশটি এ রকম বৈরিতা ও রুক্ষতা বিরুদ্ধে কোন সাড়া দেয়নি । তবে তিনি বলেন কেউ যদি রাশিয়ার ভাল উদ্দেশ্যকে তার উদাসীনতা বা দূর্বলতা বলে মনে করে, সেতু পুড়িয়ে কিংবা উড়িয়ে দেয়ার কথা ভেবে থাকে তা হলে মনে রাখা দরকার রাশিয়ার জবাবও হবে যথার্থ , দ্রুত এবং কঠোর। এ রকম বক্তব্যের এক সপ্তা আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ এবং সাইবার আক্রম চালানোর রুশ প্রচেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক ও কুটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

XS
SM
MD
LG