অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরোধী নেতা তাঁর উপর বিষপ্রয়োগের জন্য পুতিনকে দায়ী করলেন


Russian opposition politician Alexei Navalny is pictured at Charite hospital in Berlin, Germany.
Russian opposition politician Alexei Navalny is pictured at Charite hospital in Berlin, Germany.

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি একটি জার্মান পত্রিকাকে বলেছেন যে, তাঁর উপর বিষ প্রয়োগের পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল। আজ দ্যর স্পিগেল পত্রিকা তাঁর মন্তব্য উদ্ধৃত করে লিখেছে যে, নাভালনি বলেছেন,“এই অপরাধ কি ভাবে সংঘটিত হয়েছে সে সম্পর্কে আমার কাছে আর কোন কিছু জানা নেই”। তবে ক্রেমলিন সরকার এ ব্যাপারে তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

বিমান যাত্রার সময়ে ২০শে আগস্ট নাভালনি অসুস্থ্য হয়ে পড়েন এবং তাঁকে প্রথমে সাইবেরিয়ার ওমস্ক শহরে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়ার চিকিৎসকরা বলেছেন যে তাঁরা বিষ প্রয়োগের কোন চিহ্ন খুঁজে পাননি। তবে পরে নাভালনিকে জার্মানির একটি হাসপাতালে স্থান্ন্তরিত করার পর পরীক্ষায় দেখা গেছে যে তাঁকে স্নায়ু বিকলকারী বিষ নোভিচক দেয়া হয় যা মূলত সাবেক সোভিয়েট ইউনিয়নে তৈরি করা হয়। পরে ফ্রান্স এবং সুইডেনের গবেষণাগারগুলোতে পরীক্ষা করার পর ঐ বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নাভালনি ঐ পত্রিকাকে বলেন তিনি রাশিয়ায় ফিরে যাবার পরিকল্পনা করছেন। তিনি বলেন,“ আমার কাজ হচ্ছে এমন একজন মানুষ হয়ে থাকা যে ভয় পায় না”। নাভালনি ৩২ দিন হাসপাতালে ছিলেন এবং এখন তাঁর জার্মান চিকিৎসকরা বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবেন।

XS
SM
MD
LG