অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র


Pan Ei Mon, wife of jailed Reuters journalist Wa Lone, is seen with their daughter after attending a hearing at Myanmar's Supreme Court in Naypyitaw, Myanmar.
Pan Ei Mon, wife of jailed Reuters journalist Wa Lone, is seen with their daughter after attending a hearing at Myanmar's Supreme Court in Naypyitaw, Myanmar.

পিয়ংইয়ং এর পঞ্চম ও সব চাইতে বড় পারমানবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে একপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

রবিবার টোকিওতে উত্তর কোরিয়ার নীতিমালা বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি Sung Kim বলেন নিরাপত্তা পরিষদের কার্যব্যবস্থা ছাড়াও জাপান ও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া, একপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ব্যবস্থার কথা বিবেচনা করছে। তারা তৃপাক্ষিক সহযোগিতার কথাও বিবেচনা করছে।

তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কিম ওই মন্তব্য করেন। তিনি পিয়ং ইয়ং এর আচরণকে অস্থিতিশীল মূলক বলে আখ্যায়িত করেন।

XS
SM
MD
LG