অ্যাকসেসিবিলিটি লিংক

র‌্যাব বলেছে তারা জেএমবি ৫ জন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করেছে


র‌্যাব দাবি করেছে যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির-নব্য জেএমবি অংশের ৫ জন গুরুত্বপূর্ণ সদস্যকে তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে সোমবার রাতে। নব্য জেএমবি ঢাকার গুলশান হামলাসহ বেশ কয়েকটি হামলা এবং হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। র‌্যাব বলছে, আটককৃতদের মধ্যে দুইজন বোমা তৈরিতে পারদর্শী রয়েছেন। তারা সবাই অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেফতারকৃত নব্য জেএমবি‌‌র সদস্যরা ঢাকায় সরকারি স্থাপনার উপরে হামলার পরিকল্পনার করছিল বলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
এদিকে, বাংলাদেশস্থ সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হুজিবি’র প্রধান মুফতী হান্নান এবং অপর দুইজনের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে যেকোনো সময় তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG