অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সাথে সংঘর্ষে ৪ জন নিহত


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে দেশের বিভিন্নস্থানে ৪ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে-যার মধ্যে একজন জঙ্গী তৎপরতার সাথেও যুক্ত বলে জানানো হয়। পুলিশ এবং র‌্যাব জানিয়েছে, বুধবার রাতের বিভিন্ন সময় নওগা, চুয়াডাঙ্গা এবং রাজবাড়ীতে ওই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, নওগায় যে দুজন নিহত হয়েছেন তারা ডাকাত দলের সদস্য এবং রাজবাড়ীতে নিহত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি কমিউনিস্ট পার্টির নেতা। র‌্যাব বলছে, চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তি জঙ্গী তৎপরতার সাথে যুক্ত ছিলেন; তবে কোন জঙ্গী সংগঠনের সাথে যুক্ত ছিলেন- সে সম্পর্কে র‌্যাব কিছুই জানায়নি।
উল্লেখ্য, বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মোতাবেক এ বছরের গত ৫ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় ৭২ জন নিহত হন-যাদের মধ্যে ৬৭ জন নিহত হয়েছেন কথিত বন্দুক যুদ্ধে। আর গত বছরে অর্থাৎ ২০১৬ সালে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হন ১৭৮ জন-যার মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১৫১ জন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG