বাংলাদেশের র্যাপিড একশান ব্যাটালিয়ন র্যাবের মাদক বিরোধী অভিযান চলা কালে বাংলাদেশের বিভিন্ন স্থানে র্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে ৪ ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার র্যাবের তরফে জানান হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে বন্দুক যুদ্ধে দুই ব্যক্তি নিহত হন। এছাড়া দেশের উত্তরাঞ্চলে মাদক বিরোধী অভিযান চলাকালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় একই দিনে একজন করে দুইজন নিহত হয়েছেন।
র্যাব দাবি করেছে নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। র্যাব জানিয়েছে তারা ঘটনাস্থল থেকে ইয়াবা, গাজা, ফেন্সিডিলসহ অন্যান্য মাদক দ্রব্য এবং কয়েকটি আগ্নেয়াস্র উদ্ধার করেছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া তথ্য মোতাবেক ২০১৮ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধ, এনকাউন্টার এবং ক্রস ফায়ারে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন।
ঢাকা সংবাদাতা জহুরুল আলম