অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে মহিলা পরিচালিত 'রেডিও মেরমান' স্বীকৃত ও পুরস্কৃত 


Afghan Women
Afghan Women

কান্দাহারে মহিলাদের পরিচালিত এই রেডিও স্টেশনকে২০২০ সালের 'রিপোর্টার্স উইদআউট বর্ডারস' পুরস্কারে ভূষিত করা হয়েছেI রেডিও মেরমানকে সাংবাদিকতা ও মহিলাদের অধিকারের লড়াইয়ের জন্য পুরস্কৃত করা হয়I

২০১১ সালে কান্দাহারে স্টেশনটি স্থাপন করা পর, মহিলা পরিচালনা বোর্ড, তালিবান ও অন্যান্য জঙ্গিদলের হুমকি পেতে শুরু করে I তবে পরিচালনা বোর্ড জানায়, 'রিপোর্টার্স উইথআউট বর্ডার্সের' স্বীকৃতি ও পুরস্কার তাদের লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিকে আরো জোরদার করবেI

XS
SM
MD
LG