অ্যাকসেসিবিলিটি লিংক

টানা বর্ষণে বাংলাদেশে স্বাভাবিক জীবন যাত্রা অচল


গত প্রায় ৭২ ঘণ্টা ব্যাপী টানা বর্ষণের ফলে সমগ্র বাংলাদেশে স্বাভাবিক জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন বঙ্গোপসাগরের উপকুলে সৃষ্টি হওয়া নিন্মচাপের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর শনিবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলায় দেশের সর্বোচ্চ ২৭১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টি পাতের পরিমাণ ছিল ১৪৯ মিলি মিটার।

টানা বর্ষণের ফলে ঢাকার অধিকাংশ রাস্তা ঘাট হাঁটু থেকে কোমর পর্যন্ত ডুবে যায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জীবন যাত্রা। অন্যান্য দিনের কোলাহলময় এবং ব্যস্ত ঢাকা শনিবার ছিল অনেকটা নিরুত্তাপ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে কর্তৃপক্ষ বেশ কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে। সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

বিশেষজ্ঞরা বলেছেন দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাতের কারনে শিতের আগাম সবজির ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে, ব্যাপক বর্ষণের কারনে দেশের দক্ষিনাঞ্চলের বরগুনা জেলায় বাধ ভেঙ্গে নদীর পানি প্রবেশ করলে শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার খাবর পাওয়া গেছে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন বলে সংবাদদাতারা জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG