অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডানের রাজধানী আম্মানে হাজার হাজার মানুষের ঢল


জর্ডানের রাজধানী আম্মানে, শুক্রবার, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে জর্ডানের সামরিক বাহিনীর নিহত বৈমানিকের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানাতে। ইসলামিক ষ্টেট জংগীরা ঐ পাইলটকে নৃশংসভাবে হত্যা করে।

শুক্রবার, আল হুসেইনী মসজিদে জুম্মার নামাজ শেষে প্রতিবাদকারীরা জর্ডানের পাতাকা হাতে শহর প্রদক্ষিণ করে। ঐ সময় তারা ইসলামিক ষ্টেট দলের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।

জর্ডান বলছে, নিহত বিমান চালক মুয়াছ আল কাসিয়াবেকে যে হত্যা করা হয়েছে তারই পালটা জবাবে ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলের ওপরে বিমান হামলা চালানো হয়। তারা বলছে চলতি এই আভিযান হচ্ছে তাদের বৈমানিকের নৃশংস ভাবে হত্যার প্রতিশোধের শুরুমাত্র।

জর্ডান বৃহষ্পতিবার, ইরাক এবং সিরিয়ায় ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে কয়েক ডজন বিমান অভিযান চালিয়েছে।

XS
SM
MD
LG