অ্যাকসেসিবিলিটি লিংক

রাম মন্দির তৈরি প্রসংগে ওয়াসিম রিজভির মন্তব্যে সমালোচনার ঝড়


উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দির তৈরির বিরোধিতায় যারা সরব হয়েছেন তাঁদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। তাঁর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। শিয়া উলেমা কাউন্সিলের পক্ষ থেকে রিজভিকে দুর্নীতিবাজ ও অপরাধী বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বক্তব্যকে নিছক নাটক বলেও উড়িয়ে দিয়েছে শিয়া উলেমা কাউন্সিল।

প্রসঙ্গত বলা যেতে পারে আটই ফেব্রুয়ারি থেকে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। তার আগে অযোধ্যার বিতর্কিত এলাকায় প্রার্থনায় বসেন রিজভি। সেখানে রাম জন্মভূমির মুখ্য পুরোহিত অচার্য্য সত্যেন্দ্র দাসের সঙ্গেও কথা বলেন তিনি। এরপরই রিজভি বলেন, ''একদল মৌলবাদী ভারতের বুকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। তারাই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছে। আমার মতে এদের ভারতে থাকার কোনও অধিকার নেই। তারা এখনই পাকিস্তানে চলে যাক।''

সেই সঙ্গে তাঁর আরও দাবি, যারা ধর্মের নামে জেহাদ করে, তাদের অবিলম্বে আইএস প্রধান বাগদাদির দলে যোগ দেওয়া উচিত।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00

XS
SM
MD
LG