আত্মশুদ্ধি আর মহান আল্লাহ তায়ালার সন্তোষ অর্জনের অসীম রহমতের এই মাস রমজান । সারা বিশ্বের মুসলমানদের মত অ্যামেরিকায় প্রবাসী মুসলমান বাংলাদেশীরাও পালন করছে সিয়াম সাধনা। ভার্জিনিয়ার আর্লিংটনে, বাংলাদেশ ইসলামিক সেন্টার পরিচালিত বায়তুল মোকাররম মসজিদে প্রতিদিন অসংখ্য বাংলাদেশী মুসল্লী ইবাদত বন্দেগীতে সমবেত হয়। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদের ইমাম কৌশিক আহমেদ এর সাথে কথা বলেছেন সাবরিনা চৌধুরী।