অ্যাকসেসিবিলিটি লিংক

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব দেবে সরকার


বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের সর্ব বৃহৎ মানব সৃজিত সুন্দরবনের সন্নিকটে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কো যে উদ্বেগ জানিয়েছে শীঘ্রই সে বিষয়ে জবাব দেবে সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে এ তিথ্য জানিয়ে বলেন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়েই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছে পাঠানো এক প্রতিবেদনে সুন্দরবনের কোল ঘেঁষে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে এর সম্ভব্য ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে নির্মিত হলে বিদ্যুৎ কেন্দ্রেটির বিভিন্ন দূষণ প্রক্রিয়ার কারনে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত সুন্দরবনের জীব বৈচিত্র্য এবং জলজ প্রানিসহ বনটি উল্লেখযোগ্য ভাবে ক্ষতির সম্মুখীন হবে।


XS
SM
MD
LG