রানা প্লাজা ধসের তিন বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত গার্মেন্টস শিল্প খাতের ক্ষেত্রে যেসব শর্তাবলী দেয়া হয়েছিল তার এক বড় অংশ পূরণ হয়নি। ক্ষতিপূরণও পাননি নিহতদের পরিবার এবং আহতরা। বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশের উন্নয়নে এখনো বহু ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন এই সব বিষয়াদি সম্পর্কে।
সংশ্লিষ্টরা সবাই মনে করছেন, পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশের উন্নয়নে সবটুকুই করতে হবে। একজন শ্রমিককেও নিরাপত্তাহীন রেখে গার্মেন্টস খাত অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারবে না।...ঢাকা থেকে আমীর খসরু