অ্যাকসেসিবিলিটি লিংক

কিউবায় ৫৯ জন প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা, শত শত লোক গ্রেফতার


কিউবায় এক মাতা তাঁর আটককৃত মেয়ের ছবি সযতনে টাঙিয়ে রাখছেন-রয়টার্স
২০শে জুলাই, ২০২১
কিউবায় এক মাতা তাঁর আটককৃত মেয়ের ছবি সযতনে টাঙিয়ে রাখছেন-রয়টার্স ২০শে জুলাই, ২০২১

একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, এ মাসের শুরুতে কিউবা সরকারের বিরুদ্ধে এক অভূতপূর্ব বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ৫৯ জন কিউবান নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেI তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল মামুলি এবং আটক ব্যক্তির মোট সংখ্যা প্রকাশ করা হয়নি।। তাদের পরিবার-পরিজন এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে।

জুলাই মাসের ১১ এবং ১২ তারিখে হাজার হাজার কিউবান নাগরিক 'স্বাধীনতা চাই', 'স্বৈরাচার নিপাত যাক',' আমরা ক্ষুধার্ত' ইত্যাদি ধ্বনি তুলে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন, যা ছিল ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ট্রো'র বিপ্লবের পর সংগঠিত সবচেয়ে বড় আকারের বিক্ষোভ I

শত শত লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেককেই জন বিশৃঙ্খলা, আইন অবমাননা, ভাঙচুর এবং মাস্ক ছাড়া বিক্ষোভে অংশ নিয়ে সংক্রমণ বিস্তারের দায়ে অভিযুক্ত করা হয়I স্বতন্ত্র পর্যবেক্ষক ও সক্রিয়বাদীরা গ্রেফতারকৃত এমন অন্ততঃ ৬০০ জনের নামের তালিকা প্রকাশ করেI এইসব বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন দেশটি গত ৩০ বছরের মধ্যে ভয়াবহতম অর্থনৈতিক সঙ্কট, বিদ্যুৎ, খাদ্য, ওষুধ ঘাটতি ও করোনা সংক্রমণ বৃদ্ধির মুখোমুখি হয়েছেI

(এএফপি)

XS
SM
MD
LG