অ্যাকসেসিবিলিটি লিংক

VOA Explainer-এ আজ আমরা জানবো, মন্দা কী?


VOA Explainer-এ আজ আমরা জানবো, মন্দা কী?
please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

সাধারণভাবে বলতে গেলে, অর্থনৈতিক কার্যকলাপের ধীরগতি অথবা পতনকে মন্দা বা অর্থনৈতিক বিপর্যয় বলা হয়। অর্থনৈতিক পরিভাষায় : মন্দা এমন একটি সময়কাল যখন মাসের পর মাস ধরে জাতীয় গড় আয় কমতে থাকে। এ সময় বড় অর্থনৈতিক সূচকগুলোর ধরন অপরিবর্তিত থাকে। মন্দার চলাকালীন, জাতীয় গড় আয়, চাকরি, বিনিয়োগ, উত্পাদন ক্ষমতা, খুচরা বিক্রয়, পারিবারিক আয়, ব্যবসায়িক লাভ এ সব কিছুই অনেক কমে যায়; এই সময় দেউলিয়া হয়ে যাওয়া এবং বেকারত্বের হার যায় বেড়ে। অর্থনীতিবিদরা শেয়ার বাজারের দর পতনকে মন্দার সূচক বলে মনে না করলেও, সাম্প্রতিক কিছু অর্থনৈতিক মন্দার পেছনে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের পতন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল।

XS
SM
MD
LG