অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষি জমি অধিগ্রহণের বিকল্প পথ হল, ডাঙা ছেড়ে জলে নামা


কৃষি জমি অধিগ্রহণ করে শিল্প গড়বার পথে প্রবল রাজনৈতিক বাধা ও সে জন্য বিপুল অর্থব্যয় এড়ানোর একটি বিকল্প পথ হল, ডাঙা ছেড়ে জলে নামা। সমুদ্র উপকূল বরাবর বাঁধ দিয়ে আটকানো জল ঘিরে সেই জল ছেঁচে ফেলে দিয়ে সমুদ্রগর্ভের ওই জমি ভরাট করে সেখানে শিল্প বা বাসস্থান নির্মাণের কৌশল অনেক আগেই আয়ত্ব করেছে হল্যান্ড। দেখাদেখি নিজেদের দেশে বিমানবন্দর সম্প্রসারণের জন্য একই ভাবে সমুদ্র থেকে জমি উদ্ধার করেছে হংকং, কোরিয়া কিংবা জাপানের মত দেশ। এ বার ভারতও এই কৌশল অবলম্বনের উপযোগিতা বুঝতে পারছে। খোদ পশ্চিমবঙ্গেই সাগর দ্বীপে সমুদ্র বন্দর গড়বার জন্য এ ভাবেই জমি নেওয়া হচ্ছে সমুদ্র থেকেই। একই ভাবে গুজরাটের কাম্বে উপসাগরের জল ছেঁচে জমি উদ্ধার করে শিল্পের জন্য জমি জোগাড় করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারও মুম্বইয়ে বিমানবন্দর সম্প্রসারণের জন্য এই পদ্ধতিতেই জমি জোগাড় করছে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG