অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্ন'র আওভানে ইউরোপের নেতারা অবৈধ অভিবাসন মোকাবেলায় শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় মিলিত হন I সম্মেলনে তাঁরা তথাকথিত বলকান রুট ধরে অভিবাসীদের অবারিত আগমন নিয়ন্ত্রণের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন I এই পথ ধরেই ইউরোপে প্রবেশের চেষ্টা চালান সিরিয়া, ইরাক,আফগানিস্তান, যুদ্ধপীড়িত অন্যান্য দেশ এবং দরিদ্র দেশগুলি থেকে আশা হাজার হাজার অভিবাসন প্রত্যাশী শরণার্থীরা I
জার্মানি, হাঙ্গেরি, সার্বিয়া, গ্রীস ও বুলগেরিয়ার নেতাদের এই সম্মেলনে অভিবাসন সঙ্কটের একটি স্থায়ী সমাধান খুঁজে পাবার চেষ্টা চালানো হয় I