অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লগার হত্যায় দুই জন ৮ দিনের রিমান্ডে


ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে আটক সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। শুক্রবার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে দুই আসামীকে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার পর গত ৮ই আগস্ট ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি গামছা ও ৯ই আগস্ট নিলাদ্রির রক্তামাখা শার্ট, রক্তের নমুনা ও দাঁতের ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার ডেপুটি কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিয়ানকে উত্তরা থেকে ও মাসুদ রানাকে মিরপুর থেকে আটক করা হয়। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা। নিলাদ্রি হত্যায় তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। ডেপুটি কমিশনার স্বীকার করেছেন, এর আগে ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় নাহিয়ান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। পরে জামিনে মুক্তি পায়। উল্লেখ্য যে, এ বছর ৪ জন ব্লগারকে হত্যা করা হয়। কিন্তু কোন হত্যাকা-েরই কুল-কিনারা হয়নি।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG