রাজনৈতিক কারণে নয়; শর্ত পূরণ না করার জন্যই জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন বার্নিকাট এই মন্তব্য করেছেন। বলেছেন, ট্রেড ইউনিয়ন, অনলাইনে ডাটা ব্যাজ, সংশোধিত শ্রম আইনের বিধিমালার পূর্ণ বাস্তবায়নসহ ১৬টি শর্ত পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে। বুধবার গাজীপুরে দুটি পোশাক কারখানা পরিদর্শন শেষে বার্নিকাট মার্কিন সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, শর্ত পূরণ করা সত্ত্বেও সম্পূর্ণ রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে আগে থেকেই তার উচ্চমানের ধারণা ছিল। গাজীপুরে ইউটা ফ্যাশন লিঃ এবং ইপিলিয়ন স্টাইল লিঃ কারখানা দেখে তার ধারণা আরও উঁচু হয়েছে। তার মতে, এ দুটি কারখানা অন্যান্য কারখানার জন্য মডেল হয়ে থাকবে। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, জিএসপি হারানোটা আমাদের দুর্ভাগ্য। এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি না হলেও ভাবমূর্তির জন্য বড় ক্ষতি। মার্কিন রাষ্ট্রদূত ছাড়া কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতগণ কারখানা দুটি পরিদর্শন করেন।