জঙ্গি সংগঠনকে বিস্ফোরক বানানোর রাসায়নিক সরঞ্জাম সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ল্যাব সহকারী ও তিন জন রাসায়নিক পদার্থ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান সম্প্রতি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হারকতুল জিহাদ (হুজি) ও আনসার উল্লাহ বাংলা টিমের বোমা বিশেষজ্ঞদের জিজ্ঞেসবাদে পাওয়া তথ্যে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন টাকার জন্যই এই চারজন জঙ্গিদের রাসায়নিক দ্রব্য সরবরাহ করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের আদর্শগত মিল রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।