আজকের দিনেও কেউ কেউ যখন মন্দির বা মসজিদ তৈরির কথা বলেন তখন সেটা খুবই দুঃখের। এভাবেই সাম্প্রদায়িক বিভাজনের মানসিকতা নিয়ে খেদ ব্যক্ত করলেন বিশ্বখ্যাত সরোদ শিল্পী আমজাদ আলি খান।
মুম্বইতে তাঁর লেখা বই ‘মাস্টার অন মাস্টার্স’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সরোদ শিল্পী আমজাদ আলি খানের আক্ষেপের সুরে বলেছেন, শিক্ষাও মানুষকে একে অপরের প্রতি সহমর্মী করতে পারছে না।এই প্রবাদপ্রতিম শিল্পী বলেন, উচ্চশিক্ষিত মানুষদের মধ্যেই কট্টরপন্থী মানসিকতা এখনো দূর হয়নি, এটা দেখে খুব কষ্ট হয়। প্রবাসীরাই হোক বা শিক্ষিত ভারতীয়, গোঁড়ামি এখনও বদ্ধমূল হয়ে রয়েছে। এখনও মন্দির-মসজিদ নিয়ে কথা বলা হয়।
প্রবাসীদের দেশের সংস্কৃতি সম্পর্কে আবেগ রয়েছে। কিন্তু একইসঙ্গে কোনও কোনও অনাবাসী ভারতীয়ও যথেষ্ট গোঁড়া, যদিও তাঁরা উচ্চশিক্ষিত।একই সাথে আমজাদ আলি খানের বক্তব্য শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতিশীলতা গড়ে তুলতে পারেনি। তাঁর প্রশ্ন একজন পিএইচডি ডিগ্রিধারী কীভাবে গোঁড়া ও সাম্প্রদায়িক হতে পারেন। সেই সাথে আমজাদ আলি খান বলেছেন, এই সমস্যা শুধু ভারতেরই নয়, সারা বিশ্বেই রয়েছে।