বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, এমনটা জানিয়েছে ওই দেশের একটি প্রভাবশালী সংবাদপত্র ।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে পাকিস্তানের দাবির উল্লেখ করে বলা হয়েছে পূর্ব পাকিস্তান থাকাকালীন বাংলাদেশের কাছে পাকিস্তানের যে পাওনা ছিল তার পরিমাণ চলতি বছর ৩০শে জুন নাগাদ দাঁড়িয়েছে ৯২১ কোটি পাকিস্তানি রুপি বা ৬৯১ কোটি বাংলাদেশী টাকা।
পত্রিকাটি বলেছে ভারতের কাছেও ৬০০ কোটি পাকিস্তানি রুপি বা ৪৫০ কোটি ভারতীয় রুপি পাওনা রয়ছে বলে পাকিস্তান দাবি করেছে ।
এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার সাংবাদিকদের বলেছেন পাকিস্তান নয়,উল্টো বাংলাদেশই পাকিস্তানের কাছে টাকা পাবে। পাকিস্তানের এমন দাবিকে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করে তিনি বলেন ১৯৭১ সালের আগে পাকিস্তানই বাংলাদেশ
থেকে রপ্তানি ও বাণিজ্যের যে টাকা নিয়ে গেছে যা তাদের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে।