আর বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো নয়, এ বার রেল বাজেটে গুরুত্ব পেল যাত্রী নিরাপত্তা।পাঁচ বছরে খরচের জন্য ১ লক্ষ কোটি টাকার তহবিল তৈরি হবে। কেননা, সম্প্রতি ঘন ঘন রেল দুর্ঘটনায় বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ছে না যাত্রীভাড়া ও পণ্য মাসুল। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ২০২০ সালের মধ্যে রেলপথে থাকবে না কোনও লেভেল ক্রসিং। দূরপাল্লার ট্রেনে সব কোচে বসবে বায়ো-টয়লেট যাতে কোনও বর্জ্য লাইনের ওপর না পড়ে। রেল প্রকল্পে ২০১৭-১৮-য় লগ্নি হবে ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা। এই এক বছরে বসবে ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন।