অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক মানিক চন্দ্র সাহাকে হত্যাকাণ্ড ঘটনায় ৯ জন আসামির যাবজ্জীবন


২০০৪ সালের ১৫ জানুয়ারী খুলনা প্রেস ক্লাবের কাছে ছোট মির্জাপুরের রাস্তায় বোমা হামলায় নিহত হন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক মানিক চন্দ্র সাহা। হত্যাকাণ্ডের ২ দিন পর খুলনা সদর থানায় এস আই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

৪৬ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের দিন ঠিক করেন। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এম এ রব হাওলাদার বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ও আসামিদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান,রায় ঘোষণার সময় কাঠগড়ায় ৯ জন আসামির মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। তবে মানিক চন্দ্রের ছোট ভাই প্রদীপ সাহা বলেন, হত্যাকাণ্ডের মুল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের সাজা হয়নি তাই তিনি এই রায়ে সন্তুষ্ট নন। দীর্ঘ এক যুগ পর এই রায় ঘোষণা করা হল।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG