অ্যাকসেসিবিলিটি লিংক

লাগোসে সৈন্যদের গুলিতে হতাহতের খবর তদন্ত করা হচ্ছে


নাইজেরিয়ায় কর্তৃপক্ষ এই খবরের সত্যতা তদন্ত করে দেখছে যে পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদরত বিক্ষোভকারীদের উপর মঙ্গলবার রাতে সৈন্যরা গুলি চালিয়েছে। ঘটনাটি ঘটেছে সে দেশের বৃহত্তম আধুনিক এবং আর্থিক ভাবে গুরুত্বপূর্ণ শহর লাগোসের লেকি টল প্লাজায় । একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান যে প্লাজার আলো নিভিয়ে দেয়ার পর সৈন্যরা সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। তিনি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শী বলছেন সেখানে একাধিক লোকজন হতাহত হয়েছেন। লাগোসের গভর্ণর ২৪ ঘন্টার জন্য কারফিউ জারি করার প্রথম রাতেই সেখানে গুলি চালনার খবর পাওয়া যায়। ঐ কারফিউর আদেশে বলা হয়েছে যে জরুরি কাজে নিযুক্ত লোকজন ছাড়া সকলকেই স্থানীয় সময় বিকেল ৪টার পর রাস্তায় বেরুতে দেয়া হবে না। গভর্ণরের একজন মুখপাত্র বলেন যে লাগোসের রাজ্য সরকার ঐ গুলি চালনার ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন।

এ দিকে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠি অ্যামনেস্টি ইন্টারন্যশনাল এক বিবৃতিতে বলেছে যে লেকি টল প্লাজায় গুলি চালনার কারণে বিশ্বাসযোগ্য কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে হতাহতের প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা বলে আমরা যখন এই সব হত্যার তদন্ত করছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চায় যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল মাত্র হত্যা কিংবা গুরুতর ভাবে আহত করার হুমিকর মুখেই নিরাপত্তা বাহিনী মারনাস্ত্র ব্যবহার করতে পারে। পশ্চিম আফ্রিকার এই দেশটির জনগণ দু সপ্তা ধরে SARS বলে পরিচিত সরকারের ডাকাতি নিরোধক বিশেষ স্কোয়াডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ বিক্ষোভের সূচনা হয় যখন একটি ভিডিওতে দেখা যায় যে SARS বাহিনীর সদস্যরা একজনকে প্রহার করছে। এই ইউনিটের বিরুদ্ধে হয়রানি , অপহরণ , নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে।

XS
SM
MD
LG