রিপাবলিকান দল এ সপ্তাহের শেষ নাগাদ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডনাল্ড ট্রাম্প কে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন দেবে। ৮ই নভেম্বার আমেরিকান ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
ওহায়ো রাজ্যের ক্লিভল্যান্ডে আজ রিপাবলিকান দলের সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রথম দিনে জাতীয় নিরাপত্তা এবং অভিবাসন নিয়ে বক্তারা বক্তব্য রাখবেন।
বক্তাদের মধ্যে থাকবেন টেক্সাস রাজ্যের সাবেক গভর্নর রিক পেরি, লিবিয়ার বেনগাজিতে নিহত এক আমেরিকানের মা, অভিবাসন সংস্কারের কয়েকজন সমর্থক, নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি এবং ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া।
আমাদের সহকর্মী সেলিম হোসেন এখন ক্লিভল্যান্ডে আছেন। শুনুন সেখান থেকে পাঠানো তার রিপোর্ট। রিপোর্টে সেলিম হোসেন কনভেনশন বা দলীয় সম্মেলন ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন।