অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন এখন চীনে


বর্তমানে এশিয়া সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন এখন চীনে রয়েছেন। সেখানে তিনি আলোচনায় উত্তর কোরিয়ার বিতর্কিত পারমানবিক এবং ক্ষেপনাস্ত্র কর্মসূচীর ওপর আলোকপাত করছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বেইজিং এ চীনা সহপক্ষ ওয়্যাং ই‘র সঙ্গে বৈঠকের পর আজ বলেন যে কোরীয় বদ্বীপাঞ্চলের উত্তেজনা বিপদসীমায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কুটনীতিক বলেন যে তাঁর মনে হচ্ছে ঐ অঞ্চলে উত্তেজনা যে এখন তুঙ্গে রয়েছে সে ব্যাপারে তাঁরা অভিন্নমত পোষণ করেন। তিনি বলেন আমরা একত্রে চেষ্টা করে দেখবো পিয়ংইয়ং সরকারকে পরমাণু অস্ত্র নির্মাণের পথ থেকে সঠিক পথে ফেরানো যায় কী না।

রোববার টিলারসন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন। উত্তর কোরিয়া ছাড়াও তাঁদের আলোচনায় বানিজ্য এবং দক্ষিণ চীন সাগরের বিবাদ প্রসংগটিও আসার সম্ভাবনা রয়েছে।

এ সপ্তায় আরও আগের দিকে উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচী পরিহার করাতে পদক্ষেপ নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানান। তিনি উত্তর কোরিয়া সরকারের উপর চাপ সৃষ্টির জন্য, জাতিসংঘের নিষেধজ্ঞা সম্পুর্ণ ভাবে বাস্তবায়নের জন্য চীনকে উৎসাহিত করেছেন। গতকালই সোওলে টিলারসন বলেন যে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত কারণে ধৈর্য ধরার সময় শেষ হয়ে এসছে এবং বিকল্প হিসেবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া বিবেচনাধীন রয়েছে।

XS
SM
MD
LG