মানবতা বিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর নেতা মো: কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আবেদন করবেন কি না, করলে কি হতে পারে, না করলে কি হবে, কতো সময় লাগবে, এসবের আইনগত দিকগুলো কি কি সেসব নিয়ে ঢাকা সংবাদদাতা আমীর খসরুর সঙ্গে কথা বলেছেন রোকেয়া হায়দার। আসুন শোনা যাক।